- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৮
গাইবান্ধায় পর্দা নামলো বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় জেলা পর্যায়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যেখানে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফুলছড়ির জিগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোবিন্দগঞ্জের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে সাঘাটার পবনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুলছড়ির ঘোলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
আজ বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মতলুবর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল কবির।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস তিনদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এতে জেলার ৭ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।