• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৬-২০২৪, সময়ঃ দুপুর ০২:১৮

গাইবান্ধায় নিকাহ্ রেজিস্ট্রারদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় বাল্য বিবাহ প্রতিরোধে পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন গাইবান্ধা জেলা রেজিস্ট্রারের আওতাধীন পৌরসভা ও উপজেলা পর্যায়ের সকল নিকাহ্ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকগণ।

জেলা রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে আজ (সোমবার, ৩ জুন) সকালে জেলা রেজিস্ট্রার অফিস সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জেলা রেজিস্ট্রার মো: জহুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা সাব রেজিস্ট্রার মো: মঞ্জুরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা সাব রেজিস্ট্রার মো: নাজমুল হুদা, সাঘাটা উপজেলা সাব রেজিস্ট্রার ফারুক হোসেন প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্য বিবাহ থেকে সকলেকে বিরত থাকতে হবে। যারাই বাল্য বিবাহ দিবে তাদেরকে আইনের আওয়াতার আনতে হবে। শুধু প্রশাসনের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব নয়। বাল্য বিবাহ বন্ধ করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে।