- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৪-২-২০২৩, সময়ঃ রাত ০৭:০০
গাইবান্ধায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠানরত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের আজ শনিবারের খেলায় সেপিয়েন্ট প্রোটিং ক্লাব ৯৯ রানে সিওয়াইএসএকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে সেপিয়েন্ট প্রোটিং ক্লাব নির্ধারিত ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। জবাবে সিওয়াইএসএ ১৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৭৭ রান করে।
২য় খেলায় আজাদ প্রোটিং ক্লাব ২ উইকেটে গাইবান্ধা টাউন ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে গাইবান্ধা টাউন ক্লাব ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১১৬ রান করে। জবাবে আজাদ প্রোটিং ক্লাব ১৮.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে। আগামী রোববার ১ম খেলা সেপিয়েন্ট প্রোটিং ক্লাব ও সিওয়াইএসএ ও ২য় খেলা আজাদ প্রোটিং ক্লাব ও টাউন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে।