- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৩-২০২৫, সময়ঃ রাত ০৭:৩০
গাইবান্ধায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে জাতীয় সংবাদপত্র দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ (বুধবার, ১৯ মার্চ) গাইবান্ধার নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সাবেক সভাপতি আলমগীর কবির বাদল, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ বাদল, সাংবাদিক মুজিবুল হক ছানা, মনিরুজ্জামান খান মনির, মাইদুল মাইদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গণমানুষের আওয়াজ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। আগামীতেও এই নীতিতে পরিচালিত হয়ে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব সাজেদুল হক নান্টু, অন্তরঙ্গ থিয়েটারের সাজু সরকার, দেশ টিভির জেলা প্রতিনিধি এস এম মইনুল, নাট্য অভিনেতা আবু বক্কর সিদ্দিক, সংগীত শিল্পী জিয়াউল হক জিয়া, সাংবাদিক আব্দুল মুনতাকিন জুয়েল, শামীম রেজা, শামসুর রহমান হৃদয়, রবিউল ইসলাম, মাহমুদুল হাবিব রিপন, লিটন মিয়া লাকু, সালাম সান ডেমিরেল রুবেল, কে এম বাবুল প্রমুখ। অনুষ্ঠানে সাহিত্য ও নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য সাহিত্যিক ও নাট্যকার মোঃ ময়নুল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।