• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪৯

গাইবান্ধায় দিনব্যাপী হয়ে গেল দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা



নিজস্ব প্রতিবেদক

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (৩০ অক্টোবর) শহরের স্বাধীনতা প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়। এসকেএস ফাউণ্ডেশন ও কেয়ার বাংলাদেশের সহযোগীতায় এ মেলায় অংশ নেয় দুর্যোগ বিষয়ে কাজ করা সরকারি-বেসরকারি ২০টি প্রতিষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো।

গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত শাখা) জুয়েল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, সংস্থাটির প্রদৃপ্ত প্রকল্পের ব্যবস্থাপক জগলুল রাজীব এবং এসকেএস ফাউণ্ডেশনের উপ-পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউণ্ডেশনের পাবলিক রিলেশনস অ্যান্ড নেটওয়ার্কিং সমন্বয়কারী আশরাফুল আলম।