- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪১
গাইবান্ধায় দায়িত্বে ফিরলো পুলিশ, শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলার সাতটি থানায় ও ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আজ (সোমবার, ১২ আগস্ট) সকালে সদর থানায় জেলার পুলিশি সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।
থানাগুলোতে পৃথকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
বিফ্রিংয়ে এসপি কামাল হোসেন বলেন, সারাদেশে উদ্ভুত পরিস্থিতির তুলনায় শান্তিপূর্ণ ছিল গাইবান্ধা জেলা। জেলার সাত উপজেলার কোনো থানাতেই হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সে কারণে সকল থানাতেই আংশিক কার্যক্রম চলমান ছিল। তবে আজ থেকে সব থানায় ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম চালু করা হয়েছে। এ সময় এসপি আরও বলেন, জেলাজুড়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দলমত নির্বাশেষে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।