- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৫
গাইবান্ধায় তিনটি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন হুইপ গিনি
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলায় আজ বুধবার জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি একটি মাদ্রাসাসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধানে এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণে ৬ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে।
গাইবান্ধা শহরের এনএইচ মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ মিয়া রিজু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোট, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঝন্টু, যুগ্ম সম্পাদক মোঝাম্মেল হক ঝিলাম, প্রধান শিক্ষক রবিউল ইসলাম রোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি প্রমুখ।
অনুষ্ঠানে হুইপ বলেন, বিএনপি আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। আর বর্তমান সরকার জনগণের কল্যাণে উন্নয়নের কাজ করে। তিনি বলেন, আগামী ৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে আমাদের দেশ। কাজেই যারা দেশ বিরোধী রাজনীতিতে লিপ্ত তাদের প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে হুইপ গিনি খোলাহাটি ফোরকানিয়া দাখিল মাদ্রাসা ও কুপতলা ইউনিয়নের চাপাদহ বিএল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের সভাপতি আবু জাফর পলাশ, প্রধান শিক্ষক আব্দুল খালেক তাজুল, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।