- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩২
গাইবান্ধায় তালুকদার ফার্মা মেডিসিন ও ডিপার্টমেন্টাল স্টোরের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় তালুকদার ফার্মা মেডিসিন ও ডিপার্টমেন্টাল স্টোরের যাত্রা শুরু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর হাসপাতাল রোডস্থ এ মডেল ফার্মসীর উদ্বোধন করেন গাইবান্ধা ঔযুধ প্রশাসনের সহকারি পরিচালক শিকদার কামরুল ইসলাম।
উদ্বোধনকালে তিনি বলেন, মডেল ফার্মেসির বিশেষত্ব হচ্ছে ফার্মাসিস্ট ওষুধের ব্যবহারবিধি ও পরিমাণ ক্রেতাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরণ করবে। ভালো কোম্পানির ওষুধ সুলভে বিক্রি করবে। কিন্তু কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা যাবে না। উদ্বোধন শেষে সহকারি পরিচালক ফার্মেসি ঘুরে দেখেন এবং দায়িত্বরতদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
তালুকদার ফার্মা মেডিসিন ও ডিপার্টমেন্টাল স্টোরের বুলবুল আহম্মেদ বলেন, ক্রেতারা যাতে মানসম্মত ও সহজভাবে ওষুধ পেতে পারেন সে জন্য এ মডেল ফার্মেসি গড়ে তোলা হয়েছে। শুধু ঔযুধ নয়, এখানে নিত্যপ্রয়োজনীয় সব ধরণের পণ্যে সুলভমূল্যে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, বেঙ্গল হোমিও চিকিৎসালয়ের ডা: জাহিদুল হক লিটন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।