- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৮
গাইবান্ধায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় ডায়াবেটিস সচেতনতা দিবস ও ডায়াবেটিক সমিতির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের পিকে বিশ্বাস সড়কে অবস্থিত সমিতির জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়’।
সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সমিতির সিনিয়র-সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক অ্যাড. সেকেন্দার আজম আনাম, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাবু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মোস্তাফিজুর রহমান, সুধীব চৌধুরী প্রমুখ।
এ উপলক্ষে রোগীরা ছাড়াও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।