• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৬

গাইবান্ধায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ সোমবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পৌর প্যানেল মেয়র শহীদ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, বীর মুক্তিযোদ্ধা গেীতম চন্দ্র মোদক, সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মিদুল মোস্তাফির ঝনটু,  গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। সভায় সাত উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এই অবস্থা ধরে রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভয় শিশু ও নারী পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন এবং যানজট নিরসনে কতিপয় স্ধিান্ত গ্রহন করা হয়। এছাড়া ফোরলেন বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা আছে তা সমাধান করে অবশিষ্ঠ কাজ দ্রুত বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয়। সভায় আরো সিধান্ত নেয়া হয় বাল্য বিবাহ রোধে জনসচেতনা সৃষ্টি করতে হবে।