- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১১-২০২৩, সময়ঃ রাত ০৮:২৩
গাইবান্ধায় জাসদের মনোনয়ন পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ১৮১টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
এর মধ্যে গাইবান্ধার সংসদীয় ৫টি আসনের মধ্যে ৪টি আসনের জাসদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
তারা হলেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মো: গোলাম আহসান হাবিব মাসুদ, গাইবান্ধা-২ (সদর) আসনে গোলাম মারুফ মনা, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে এস এম খাদেমুল ইসলাম খুদী এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ডা. একরাম হোসেন।
১৮১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। এ সময় বক্তব্য দেন- দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও কিছু আসনের প্রার্থীদের নাম প্রকাশ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।