- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৮-১০-২০২২, সময়ঃ দুপুর ০২:৫৫
গাইবান্ধায় জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলা জাসদের উদ্যোগে গতকাল শনিবার কর্মীসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা জাসদ কার্যালয়ে সংগঠনের সদর উপজেলা সভাপতি রকিবুল ইসলাম রিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, তাহের স্মৃতি সংসদের সভাপতি অ্যাড. শাহ জামিল, সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, মামুনুর রশিদ রুবেল, কাজী আব্দুল খালেক, মোস্তফা শেখ, আমিনুল ইসলাম, রোকন উদ দৌলা রোকন, ফিরোজ কবির রানা প্রমুখ। শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।