- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩২
গাইবান্ধায় জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় গাইবান্ধায় জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধার উদ্যোগে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. এনামুল হক, অধ্যাপক জহুরুল কাইয়ুম, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, রুহুল আমিন সরকার প্রমুখ। শেষে অতিথিরা ৬০ জন প্রতিযোগির মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
উল্লেখ্য, ক্বিরাত, আযান, হামদ্-নাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।