• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৩-২০২৩, সময়ঃ দুপুর ০২:৪৮

গাইবান্ধায় জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণ



নিজস্ব প্রতিবেদক ►

"ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে " এই লক্ষ্যকে সামনে রেখে ৫ম বারের মত জাতীয় ভোটার দিবস প্রতিপালনে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নতুন ভোটারদের মাঝে  স্মার্ট কার্ড বিতরণ, ভোটার এবং এনআইডি সম্পর্কিত তথ্য উপস্থাপন  অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে ২রা মার্চ বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিস থেকে র‍্যালি বের হয়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসাবে র‍্যালির উদ্বোধন করেন ও  বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি।

হুইপ বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র  স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। নিয়ম মেনেই আমাদেরকে ভোটার হতে হবে। অনিয়ম করে ভোটার হওয়ার কোনো সুযোগ নেই। মানুষকে সচেতন করতে এরকম দিবসের কার্যক্রম করে থাকি। যাতে মানুষজন জানে। ভোটার নাম্বার ও ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এক হয়নি। আমরা যাতে কার্ড নিয়ে যেয়ে ভোট দিতে পারি তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

সভাপতিত্ব করেন- গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব। তিনি বলেন, নির্বাচন কমিশন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের ৭ম ভাগে ১৫১ অনুচ্ছেদ অনুযায়ী একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে নির্বাচন গঠন করবে। নির্বাচন কমিশন এর দায়িত্ব  নির্বাচন অনুষ্ঠিত করা। সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত করা। নির্বাচন এলাকার সীমানা নির্ধারন করা। কেউ যেতে ভোটার তালিকা থেকে বাদ না পরে। সংসদ সদস্য নির্বাচন এর ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের সাংবিধানীক  দায়িত্ব। ২০১৯ সালের ২রা মার্চ থেকে ৫ম বারের মত জাতীয়  ভোটার দিবস পালিত হয়ে আসছে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, গাইবান্ধা পৌরসভা মেয়র মতলুবর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল, পরিবার পরিকল্পনা গাইবান্ধার উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র, ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার উপ-পরিচালক মিরাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাহাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আযম,  বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ এর  আঞ্চলিক সমন্বয়কারী ইউনুস আলী, এসকেএস ফাউন্ডেশন পাবলিক রিলেশন কর্মকর্তা আশরাফুল আলম, সাংবাদিক শাহীন নুরী।

আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদ খতিব জোবায়ের আহমেদ। পবিত্র গীতা পাঠ করেন জেলা প্রশাসন কার্যালয় সহকারি প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত চক্রবর্তী।

উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা  আওয়ামীলীগ সভাপতি রায়হান সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি আসিফ সরকার সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।