• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২৫

গাইবান্ধায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত



নিজস্ব প্রতিবেদক►

‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার (২৩ জুলাই) সকালে র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মো. কামাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকৌশলী মো. আব্দুর রহিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম প্রমুখ।

বক্তারা তৃনমূল পর্যায়ের সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নসহ স্ব-স্ব বিভাগের সেবামূলক কাজ তরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।