• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩৭

গাইবান্ধায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় রাস্তার ধারে শুয়ে থাকা মানসিক ভারসাম্যহীন ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন। এসব খাবারের মধ্যে ছিল রুটি, কলা, পানি।

আজ (শনিবার, ৩০ নভেম্বর) বেলা ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়কে পড়ে থাকা প্রায় ৫০ জন মানসিক রোগী ও ছিন্নমূল মানুষদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনের পরিচালক জিহাদ আকন্দ বলেন, আমাদের আশেপাশে এমন অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে যাদের দেখার কেউ নেই। পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষেরা রোদ বৃষ্টির মাঝেও সড়কে পড়ে থাকে। এসব দুর্দশার চিত্র দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে। এ থেকে তাদের মাঝে খাবার সরবরাহ করি।

তিনি বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হয়, তাই ইচ্ছে থাকলেও অর্থ সংকটে বড় কোন উদ্যোগ নিতে পারি না। সমাজের দায়িত্বশীল মানুষেরা যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আরো অনেক কিছু করা সম্ভব।

এতে উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য জেরিন, রিন্তি, সামিয়া, সাদিয়া লুম্পা, রিনা, রিয়া সজীবসহ অন্যরা।

উল্লেখ্য, শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গাইবান্ধায় বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন প্রতিষ্ঠার পর থেকেই অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটিতে বর্তমানে ২০ জন সদস্য রয়েছে যারা প্রত্যেকেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।