• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৬-২০২৩, সময়ঃ দুপুর ০২:১৬

গাইবান্ধায় চার শ্রমিক সংগঠনের মানববন্ধন 



নিজস্ব প্রতিবেদক ►

মহান জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশকীয় পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশন কতৃর্ক ঘোষিত অংশ হিসেবে গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নসহ ৪টি শ্রমিক ইউনিয়ন সংগঠনের উদ্যাগে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও পৃথক পৃথক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। 

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। এ সময় জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো.আব্দুল করিম, সাধাাণ সম্পাদক মো.আতিকুর রহমান, জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো.আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক মো. জামিনুর রহমান জামিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক আব্দুল মালেক শাহিন, পলাশবাড়ি বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুস সোভান, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব , মো.রুহুল আমিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

মানববন্ধনচলাকালে বক্তারা বলেন – অবিলম্বে অত্যাবশকীয় পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহার করে শ্রমিকদের ন্যার্য্য দাবি পূরনের জন্য সরকারের কাছে বাস্তবায়নের অনুরোধ জানান। অন্যথায় দাবি পূরন না হলে সারা দেশে পরিবহন ধর্মঘটের  ডাক দেয়া হবে।