- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০২
গাইবান্ধায় গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মুক্তার হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মাধুকরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১টার দিকে শহরের জেলা পরিষদের সামনের রাস্তা থেকে মুক্তার হোসেনকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি লালমনিরহাট সদর উপজেলার হরিণ চওড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।