- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৮
গাইবান্ধায় গরু হৃষ্টপুষ্টকরণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় গরু হৃষ্টপুষ্টকরণে চুক্তিবদ্ধ ব্যবসায়ীদের কার্যক্রম পরিচিতি, দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ও টেকসই উন্নয়ন পরিকল্পনা সভা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার এসকেএস ইন রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। এসকেএস ফাউন্ডেশনের মেকিং মার্কেটস্ ওয়ার্ক ফর দ্য চরস্ (এমফোরসি) প্রকল্প এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান। কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের এমফোরসি প্রকল্পের ইন্টারভেনশন স্পেশালিস্ট কৃষিবিদ মো. হাফিজুর রহমান শেখ। অন্যান্যের মাঝে বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের মাইক্রোফিন্যান্সের রিজিওনাল ম্যানেজার মো. মমিনুর রহমান, উইন্ডোর জেলা কো-অর্ডিনেটর অনুপম দে, এমফোরসি প্রকল্পের সিনিয়র ইন্টারভেনশন অফিসার চন্দ্রনাথ গুপ্ত, এমফোরসির অ্যাডমিন অ্যান্ড অ্যকাউন্টস অফিসার ফাতেমাতুজহুরা, সিনিয়র মনিটরিং অফিসার বিধান গুপ্ত পাল, রেনেটার জেলা ম্যানেজার মো. শাকিল আহম্মেদ, এসকেএফের ফিল্ড ম্যানেজার মো. ইমরান কবির রাসেল, এমফোরসির ফিল্ড অফিসার রানা মিয়া, মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান, সাইদুর রহমান ও সুব্রত সরকার।
এ কর্মশালায় ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন চরের চুক্তিবদ্ধ ৩৮ জন ব্যবসায়ী অংশগ্রহন করে।