- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-১-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২৭
গাইবান্ধায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন থেকে রনি-রউফ-তাজু-সাপেল পরিষদের নির্বাচন বর্জন
নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান কমিটি প্রায় দেড় যুগ ধরে ক্ষমতায় থাকায় নানা অনিয়ম করায় উক্ত নির্বাচন থেকে রনি-রউফ-তাজু-সাপেল পরিষদ নির্বাচন বর্জনে আজ শনিবার গাইবান্ধা প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
রনি-রউফ-তাজু-সাপেল পরিষদের পক্ষে মেসার্স মন্ডল মেডিকেল স্টোরের প্রোপাইটর মো: শরিফুল কবির রনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আগামী ২৩ ফেব্রুয়ারী বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন দুটি পরিষদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনে দুটি পরিষদে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও বর্তমান ক্ষমতাসীন বিসিডিএস এর পরিষদ প্রায় দেড় যুগ ধরে ক্ষমতায় থাকা কমিটি নানাভাবে নির্বাচন বানচালসহ নির্বাচন কমিশনারের চেয়ারম্যান থেকে শুরু করে আপিল বোর্ডে তাদের প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
শুধু তাই নয়, নির্বাচনের প্রিসাইডিং অফিসারও তাদের লোক। এছাড়াও নির্বাচনের সকল কার্যক্রম তারা তাদের মনগড়া অগণতান্ত্রিকভাবে পরিচালনা করে আসছেন। তাই ক্ষমতাসীন বিসিডিএস বর্তমান অগণতান্ত্রিক কমিটির সাজানো নির্বাচন নামের নাটককে প্রত্যাখ্যান করেন ও নির্বাচন থেকে তাদের পরিষদকে প্রত্যাহারের ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, যে সকল কেমিস্টরা কমিটি পরিবর্তনের কথা বলেছিলেন সেই সকল কেমিস্টদের কাছে তারা ক্ষমা চান এবং তাদের গোটা জেলার ঔষধ ব্যবসায়িদের ভালোবাসা মুগ্ধ করার কথা জানান। আগামীতে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্দলীয় নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে প্রশাসন ও সুধিমহলের কাছে কেন্দ্রীয় কমিটির সরাসরি হস্তক্ষেপে নির্বাচনকালিন সময়ে বর্তমান কমিটির সাংগঠনিক ক্ষমতা স্থগিত করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান
সংবাদ সম্মেলনে রনি-রউফ-তাজু-সাপেল পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সাপেল মাহমুদ, মো. রেজাউল করিম, আব্দুর রাজ্জাক, মো. রানা মিয়া প্রমুখ।