- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:২৯
গাইবান্ধায় কম্বল উপহার পেল ৩০০ শীতার্ত পরিবার
নিজস্ব প্রতিবেদক►
আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগে গাইবান্ধায় ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল উপহার দেয়া হয়েছে। গাইবান্ধা সরকারি কলেজ মাঠে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে এসব দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। এতে সম্মানীয় অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।
প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি রিপন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, সাংবাদিক খালেদ হোসেন ও জাভেদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও আল খায়ের ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এ অনুষ্ঠানে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘হাড় কাঁপানো শীতে নিদারুণ কষ্টে জীবন-যাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে নদ-নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষেরা তীব্র শীতে মানবেতর জীবন-যাপন করছে। অর্থের অভাবে কিনতে পারছেনা গরমের কাপড়। ‘আল-খায়ের ফাউন্ডেশন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’- এর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এমন উদ্যোগ দেখে যেন আরও অনেকেই এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ায়। এমনটাই কামনা’