• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩৩

গাইবান্ধায় এলসিএস এর ৪০ জন সদস্যদের মাঝে সঞ্চয়ের অর্থ বিতরণ



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা সদর উপজেলা কর্তৃক বাস্তবায়িত প্রভাতী প্রকল্পের আওতায় অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন তথ্যের মাধ্যমে ঝুকপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির জন্য বালুয়া বাজার এলসিএস সদস্যদের মাঝে কাজের লভ্যাংশ বিতরণ এবং সালাম বাজার টু বালাআটা বাজার রাস্তা রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিত এলসিএস এর ৪০ জন সদস্যদের মাঝে সঞ্চয়ের অর্থ বিতরণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সদর উপজেলা প্রকৌশলীর আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এলসিএস সদস্যদের  মাঝে কাজের লভ্যাংশ ও সঞ্চয়ের অর্থ বিতরণ করেন ও  বক্তব্য রাখেন  অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ  গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।

হুইপ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর চিন্তা চেতনা নারীদেরকে স্বাবলম্বী করতে হবে। মহিলাদের কাজে লাগিয়ে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। স্বাবলম্বী হতে হলে নারীদেরকে কাজ করতে হবে। তিনি সুবিধাভোগী এলসিএস সদস্যদের উদ্দেশ্যে বলেন- আপনাদের এই লভ্যাংশ ও সঞ্চয়ের অর্থ নষ্ট না করে বাসায় মুরগী পালন করুন। এতে করে নিজেদের খাদ্য চাহিদার পাশাপাশি বিক্রি করে লাভবান হতে পারবেন।

গাইবান্ধা সদর উপজেলা এলজিইডির প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার এ,কে এম নুরুজ্জামান ( মাসুম) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া, ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান মোসাব্বীর হোসেন।

"সুবিধাভোগী এলসিএস সদস্য রাশেদা খাতুন" বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হুইপ স্যার আমাদের  প্রকল্পের মাধ্যমে  কাজের সুযোগ করে দিয়েছে। এ জন্য হুইপ স্যার সহ উপজেলা পরিষদ এর  সংশ্লিষ্ট কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। কাজটি পেয়ে আমরা খুব আনন্দিত।  এখন নিজেরা উপার্জন করায় আর  স্বামীর কাছে টাকা চাইতে হয়না। নিজেদের উপার্জনের টাকা দিয়ে নিজেরা চলতে পারি ও সন্তানদের চাহিদাও মেটাতে পারি।