- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-২-২০২৪, সময়ঃ বিকাল ০৩:২৯
গাইবান্ধায় ইয়াবা-ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় ১৩০ পিস ইয়াবা এবং ১২০ বোতল ফেনসিডিলসহ রোকনুজ্জামান ইমরান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমরান পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে রাধাকৃষ্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক পরিত্যক্ত বাড়ি থেকে ইমরানকে এসব মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।