• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১২-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১৪

গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন



নিজস্ব প্রতিবেদক ►

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা শাখার সম্মেলন বৃহস্পতিবার বিকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুল বশর আজিজী। 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি গাজী মুহাম্মাদ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন, সেক্রেটারী মুহাম্মদ আব্দুল মাজেদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা শাখার মাওলানা মশিউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মুত্তালিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা রাফিউল ইসলাম সোহেল, সাহাজ উদ্দীন রিয়াদ, মুহাম্মাদ আব্দুল মুমিত, মুহাম্মাদ নূর আলম প্রমুখ। 

সম্মেলন শেষে সাহাজ উদ্দীন রিয়াদকে সভাপতি, মুহাম্মাদ আব্দুল মুমিতকে সহ-সভাপতি ও মুহাম্মাদ নূর আলমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সংগঠনের জেলা কমিটি গঠন করা হয়।