• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০৮

গাইবান্ধায় আওয়ামী লীগের শোক র‌্যালি



নিজস্ব প্রতিবেদক►

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস শোকাবহ আগস্ট উপলক্ষে গাইবান্ধায় শোক র‌্যালি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ১ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় জেলা কার্যালয় থেকে শোক র‌্যালি বের করে দলটির নেতাকর্মীরা। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

এ শোক র‌্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।