- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:২৫
গাইবান্ধায় অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের আনন্দ উৎসব
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সদর উপজেলায় অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব হয়েছে। জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের আহম্মেদপুর অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন, গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, আহম্মেদপুর অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন।