• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-১২-২০২৪, সময়ঃ রাত ০৭:৩৭

গাইবান্ধাসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার



মাধুকর ডেস্ক►

গাইবান্ধাসহ দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের ১২ জন কর্মকর্তা এসব জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জেলাগুলো হলো- রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ।

আজ (বুধবার, ১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।

যেসব কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে

এপিবিএনের নিশাত এঞ্জেলাকে গাইবান্ধায়, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের মো. আসলাম শাহজাদাকে হবিগঞ্জ জেলায়, পিবিআইয়ের এহতেশামুল হককে ব্রাহ্মণবাড়িয়ায় এবং এসবির মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রংপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের মো. আবু সাইমকে। গাইবান্ধা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে চট্টগ্রামে, পিবিআইয়ের কাজী আখতার উল আলমকে ময়মনসিংহে, এসবির মো. জাকির হোসেনকে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও পিবিআইয়ের মো. শরিফ উদ্দীনকে বরিশালে, এসবির ফারজানা ইসলামকে রাজশাহীতে, পুলিশ সদর দপ্তরের ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের মোছা. ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।