• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১-২০২৪, সময়ঃ রাত ০৭:০৯

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ১৩ হাজার ৭০৪ ভোট নষ্ট

গাইবান্ধার একটি ভোটকেন্দ্রে ভোট গণনার চিত্র। ছবি : কুদ্দুস আলম

ভবতোষ রায় মনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে মোট বৈধ ভোট ৭ লাখ ৬৭হাজার ৩৫৩টি। এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ১৩ হাজার ৭০৪টি, আর সর্বমোট প্রদত্ত ভোট হচ্ছে ৭ লাখ ৮১হাজার ৫৭টি। এসব তথ্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকাজী নাহিদ রসুল স্বাক্ষরিতপত্র থেকে প্রাপ্ত।

গাইবান্ধা-(সুন্দরগঞ্জ) আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৪হাজার ৫২৮টি, এরমধ্যে বাতিলকৃত ভোট ১ হাজার ৫৬৪টি, সর্বমোট প্রদত্ত ভোট হচ্ছে ১ লাখ ১৬হাজার ৯২টি, শতকরা হার ২৯.৫৩।

গাইবান্ধা- (সদর) আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ২৬হাজার ১০০টি, এরমধ্যে বাতিলকৃত ভোট ১ হাজার ৯৫৪টি, সর্বমোট প্রদত্ত ভোট হচ্ছে ১ লাখ ২৮হাজার ৫৪টি, শতকরা হার ৩৩.৫২। 

গাইবান্ধা- (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ২১হাজার ৮০৪টি, এরমধ্যে বাতিলকৃত ভোট ২ হাজার ৪৩৮টি, সর্বমোট প্রদত্ত ভোট হচ্ছে ১ লাখ ২৪হাজার ২৪২টি, শতকরা হার ২৬.১৬। 

গাইবান্ধা- (গোবিন্দগঞ্জ) আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩২হাজার ৯২৯টি, এরমধ্যে বাতিলকৃত ভোট ৫ হাজার ১৮১টি, সর্বমোট প্রদত্ত ভোট হচ্ছে ২ লাখ ৩৮হাজার ১১০টি, শতকরা হার ৫৪.১২। 

গাইবান্ধা- (ফুলছড়ি-সাঘাটা) আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭১হাজার ৯৯২টি, এরমধ্যে বাতিলকৃত ভোট ২ হাজার ৫৬৭টি, সর্বমোট প্রদত্ত ভোট হচ্ছে ১ লাখ ৭৪হাজার ৫৫৯টি, শতকরা হার ৪৮.১০।