• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৯

গাইবান্ধার ৫টি আসনে প্রতীক পেলেন ৩৪ প্রার্থী



নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এ সময় তিনি মাধুকর’কে জানান, নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন :

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), আইরিন আক্তার (হাত ঘড়ি), খন্দকার রবিউল ইসলাম (ঘড়ি), মর্জিনা খান (আম), মো. আবু ববক্কর সিদ্দিক (গামছা), গোলাম আহসান হাবীব মাসুদ (মশাল), মো. ফকরুল হাসান (ডাব), ওমর ফারক সিজার (টেলিভিশন), আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেকি), জয়নাল আবেদীন (ট্রাক)।

গাইবান্ধা-২ (সদর) আসন :

গাইবান্ধা-২ (সদর) আসনে আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), শাহ সারোয়ার কবীর (ট্রাক), মোছা. মাছুমা আক্তার (ঈগল পাখি), জিয়া জামান খান (আম), মো. গোলাম মারুফ মনা (মশাল)। 

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন :

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), মো. আজিজার রহমান বিএসসি (ঢেকি) সাহরিয়া খান বিপ্লব (ট্রাক), মফিজুল হক সরকার (ঈগল পাখি), মো. মঞ্জুরুল হক (নঙ্গর), মোস্তফা মনিরুজ্জামান (গামছা), মাহমুদুল হক (হাতঘড়ি),  জাহাঙ্গীর আলম সরকার (আম), এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল)।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন :

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আবুল কালাম আজাদ (নৌকা), কাজী মশিউর রহমান ((নাঙ্গল), মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক)। 

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন :

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মাহমুদ হাসান রিপন (নৌকা) আতাউর রহমান সরকার আতা (লাঙ্গল), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি) আওয়ামীলীগ, জাহাঙ্গীর আলম (কুলা), ফারুক মিয়া (আম), ফারজানা রাব্বী বুবলী (ট্রাক)। 

তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচণী আচরণবিধি মেনে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার চালাতে পারবেন। এরপর আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।