- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-৩-২০২৫, সময়ঃ বিকাল ০৪:০৩
গাইবান্ধার সংস্কৃতিকর্মী দেবাশীষ দাস দিপু মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা শহরের দাস বেকারির অন্যতম স্বত্বাধিকারী ও সংস্কৃতিকর্মী দেবাশীষ দাস দিপু মারা গেছেন। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) সকালে শহরের সার্কুলার রোডে তাঁর নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খরব শুনে সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) সন্ধ্যা ৬ টায় গাইবান্ধা মহাশ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
দেবাশীষ দাস দিপু গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাবা মোহনী মোহন দাসও প্রখ্যাত নাট্যকর্মী ছিলেন।