• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫২

গাইবান্ধার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান মন্ডল দোলন



পলাশবাড়ী প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে গাইবান্ধা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান মন্ডল দোলন।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক-২০২৩ এর জেলা পর্যায়ের ফলাফল ঘোষণা করেন কমিটির সভাপতি  জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ। এতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান মন্ডল দোলন।

তিনি রংপুর কারমাইকেল কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে ২০০৩ সালে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন। 

এ উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি শতভাগ শিশু শিক্ষার্থী ভর্তি। করোনাকালীন শিখন-শিখানো কার্যক্রম, বিদ্যালয়গুলোর উন্নয়নমূলক কাজ ছাড়াও অন্যান্য কাজসমূহ শিক্ষা অফিসের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে তদারকি করাসহ শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা এবং উপজেলা শিক্ষা অফিসকে সার্বিকভাবে সেবা-সহযোগিতা প্রদানের মাধ্যমে অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের মো. মোজাম্মেল হক মন্ডল-এর ছেলে। 

এ পুরস্কার পেয়ে তিনি খুবই আনন্দিত। প্রথমে উপজেলা এবং পরবর্তীতে জেলা যাচাই-বাছাই কমিটি তাঁকে এ পুরস্কারে মনোনীত করায় কমিটির সকল সদস্য ছাড়াও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ সহযোহিকা এবং দো’আ কামনা করেছেন তিনি।