- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-৩-২০২৪, সময়ঃ সকাল ১০:৩৩
গাইবান্ধার দারিয়াপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক►
নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে উদযাপন করা হলো মহান স্বাধীনতা দিবস।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল।
একই সাথে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ পতাকা উত্তোলন করেন। এরপর সকল সাংস্কৃতিক সংগঠক, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সাংস্কৃতিক জোট, দারিয়াপুর উদ্যোগে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা করেন ১০নং ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু। সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করে উদীচী, রফিকা গীতি সংস্থা, দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়, দারিয়াপুর কিয়ামত উল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়।
এছাড়া সংগীত পরিবেশন করেছেন বেতার ও টিভি শিল্পী সুবাস মল্লিক, মানিক লাল সরকার, দুলাল সরকার দোলন, প্রকৃতি, খেয়া, পূর্ণতা।
সবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।