- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫০
গাইবান্ধার জুম বাংলাদেশ স্কুল পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার জুম বাংলাদেশ স্কুল পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবশিরীন সুলতানা। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের রেল স্টেশন এলাকায় অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বাল্য বিয়ে, মাদকসহ বিভিন্ন বিষয়ে দূরে থাকতে পরামর্শ দেন। সেইসাথে বিদ্যালয়ের জন্য বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে গাইবান্ধা সদর উপজেলার সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ, শহর সমাজসেবা অফিসার মাহাবুব হোসেন লিটন, জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার প্রাধান পৃষ্ঠপোষক রাজীব সরকার প্রমুখ।
শেষে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব।