• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৩-২০২৫, সময়ঃ বিকাল ০৫:২৭

গাইবান্ধার ঘাঘট পাড়ে ঐতিহ্যবাহী বারুনী মেলা



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা শহরের নতুন ব্রিজ সংলগ্ন ঘাঘট পাড়ে হয়ে গেল দিনব্যাপী বারুনী মেলা। প্রতিবছর সনাতন ধর্মালম্বীদের গঙ্গা পূজা ও বারুনীর স্নান উৎসব ঘিরে এ মেলা হয়ে থাকে। এসময় পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় ঘাঘট পাড়ে পুণ্যার্থীদের ঢল নামে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মহবারুনীর স্নান উৎসব নদীর পাড়ে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। 

আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) সকাল থেকে হিন্দু পুণ্যার্থী নদীতে স্নান সেরে গঙ্গা দেবীর পূজা অর্চনা করে। চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির দিনেই ঘাঘট নদীর পাড়ে এই মেলা ও গঙ্গা দেবীর পূজা অনুষ্ঠিত হয়।

এ উৎসবকে কেন্দ্র করে নদীর তীরে মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকারু পণ্য, মাটির খেলনা ও গ্রামীণ নানা ধরণের খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানীরা।