• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৭-২০২৩, সময়ঃ দুপুর ০২:১৯

গাইবান্ধার খানকাহ শরীফ হতে দক্ষিণ ধানঘড়া সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করলেন হুইপ গিনি



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার খানকা শরীফ হতে দক্ষিণ ধানঘড়া পৌর  সীমানা পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি গিনি এমপি। তিনি বলেন- ২০৪১ সাল হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উন্নত বাংলাদেশ গড়তে হবে। উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে আপনারা আমাকে ভোট দিবেন। আমাকে ভোট দিলে  জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেয়া হবে।

গাইবান্ধা পৌরসভার বাস্তবায়নে ও কলেজ রোড থানাপাড়ার মেসার্স এস,আর ট্রেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠান সহযোগীতায় শনিবার সকালে শহরের খানকাহশরীফে ১৩৮০ মিটার রাস্তায় ১ কোটি ২৬ লাখ ৪১  হাজার ১শ ৪৪ লাখ টাকা বাজেটে ও ১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ১শ ৬ টাকা চুক্তিমুল্যে রাস্তাটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, পৌর কাউন্সিলর মাহফুজা খানম মিতা, কামাল হোসেন,নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, প্রকৌশল রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, ঠিকাদারী প্রতিষ্ঠান রাসেল রহমান ও মামুনুর রশীদ সহ অনেকে।