- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৫
গাইবান্ধায় ১০০০ বৃক্ষরোপণ করল জুম বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামে জুম বাংলাদেশের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
১৫ জুলাই শনিবার সকাল ১১টায় গাইবান্ধা সাদুল্লাপু উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাঁ মাঠে ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (বাংলাদেশ ) লিমিটেড এর সহযোগিতায় জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
আলদাদপুর জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৩১,গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক, ওশান নেটওয়ার্ক এক্সপেস (বিডি) লিঃ এর ডিপুটি ম্যানেজার।
জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা পরিচালক শাহীন প্রধানের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন জুম বাংলা ইয়ূথ ফাউন্ডেশন এর চিফ কো- অর্ডিনেটর রাজিব সরকার, সমন্বয়ক মোঃ মেহেদী হাসান, স্থানীয় গণ্যমার্ন্য ব্যাক্তিবৃন্দ ও জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের ভলান্টিয়ারা।
আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন হতে রাস্তার দুপাশে কাঁঠাল গাছের চারা রোপন করা হয় ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।