• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৭

গাইবান্ধায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক►

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সংঘাত-সহিংসতার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ এবং বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। 

আজ সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে পৌরপার্কের শহিদ মিনার চত্বরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন- হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি রণজিৎ বকসি সূর্য, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ জেলা সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, দীপক কুমার পাল, দীপক রায়, সুজন প্রসাদ, বিরতি রঞ্জন সকার, রঞ্জন সাহা, অভিজিৎ দাস, সৌমিক কুমার বকসী প্রমুখ।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনাগুলো সুষ্ঠু বিচারের আওতায় আনতে তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। সনাতন সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা, হিন্দু মা-বোনদের লাঞ্ছিত করা হয়েছে। এসব ঘটনার তদন্ত এবং জড়িতদের কঠোর বিচারের আওতায় আনা এবং সামগ্রিকভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।