• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০০

গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত



শহর প্রতিবেদক►

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপরিচালক  মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার  ইব্রাহিম হোসেন, গাইবান্ধা পৌর সভার প্যানেল মেয়র  শহীদুজ্জামান শহীদ, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক রবিউল ইসলাম, জেলা  যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক  খাদেমুল ইসলাম, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুল ইসলাম প্রমুখ।