- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪১
গাইবান্ধা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►
নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাহরিয়া খাঁন বিপ্লবকে তলব করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। তাকে আগামীকাল সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ মোঃ দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
আদেশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাহারিয়া খান বিপ্লব গত ১ ডিসেম্বর রাতে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে আনুমানিক ৪০০ জন লোকের সমাগম করে সভা করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তাতে নির্বাচনী আচরণ বিধির লংঘন হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনী প্রচারণা করার মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির বিধান লঙ্ঘন করেছেন। এ জন্য আগামীকাল সোমবার বিকাল চারটায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ (ক) এর (৫) (ক) অনুচ্ছেদের ক্ষমতা বলে এ নির্দেশ প্রদান করা হয়।
কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে সাহারিয়া খান বিপ্লব বলেন, ওইদিন ধাপেরহাট বণিক সমিতির বার্ষিক সভা ছিল। এই সভায় আমি যোগ দিয়েছিলাম। সেখানে এক থেকে দেড়শত জন স্থানীয় ব্যবসায়ী ছিলেন। আমি সাদল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম। তাই আগে থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে নির্বাচনী প্রচার চালানো হয়নি।