- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪২
গাইবান্ধা ২য় বিভাগ ক্রিকেট লীগ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ►
আজকের ১ম খেলায় সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা - ৬ উইকেট রুজ স্মৃতি সংসদ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রুজ স্মৃতি সংসদ- ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১০৪ রান করে। জবাবে সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা- ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে মোট ১০৬ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ: সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থার - তপু- ৩৬ রান ও ২ উইকেট নিয়ে।
আজকের ২য় খেলায় সানরাইজ স্পোটিং ক্লাব- ১২ রানে টেবিল টেনিস সংস্থা কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজ স্পোটিং ক্লাব- ২০ ওভারে- ৯ উইকেট হারিয়ে মোট- ১৫০ রান করে। জবাবে টেবিল টেনিস সংস্থা- ২০ ওভারে ০৩ উইকেট হারিয়ে মোট- ১৩৮ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ: সানরাইজ স্পোটিং ক্লাবে- জীবন- ৫৩ রানে। খেলা পরিচালনাকারী আম্পায়ারগণের নাম: প্রবাল ও আসাদ
আগামীকাল ১ম খেলা আজাদ স্পোটিং ক্লাব বনাম ইয়ং প্যাগাসাস ক্লাব ও ২য় খেলা গাইবান্ধা টাউন ক্লাব বনাম সি,্ওয়াই,এস,এ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে।
- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৮-২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৮
গাইবান্ধা ২য় বিভাগ ক্রিকেট লীগ অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক ►
আজকের ১ম খেলায় ইয়ং প্যাগাসাস ক্লাব- ১৭৮ রানে সি, ওয়াই, এস, এ. কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়ং প্যাগাসাস ক্লাব.- ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে মোট ২৪৬ রান করে। জবাবে সি, ওয়াই, এস, এ.- ১৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ৬৮ রান করে। মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: ইয়ং প্যাগাসাস ক্লাব- আরাফাত- (নট আউট) ১৩২ রান, ৬০ বলে। ক্রেষ্ট প্রদান করেন: সংস্থার অতিঃ সাঃ সম্পাদক রকিবুল ইসলাম রিটন।
আজকের ২য় খেলায় গাইবান্ধা টাউন ক্লাব- ১৯ রানে সেপিয়েন্ট স্পোটিং ক্লাব কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে টাউন ক্লাব- ১৯.৪ ওভারে- ১০ উইকেট হারিয়ে মোট- ১১৮ রান করে। জবাবে সেপিয়েন্ট স্পোটিং ক্লাব- ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোট- ৯৯ রান করে। মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: টাউন ক্লাবের- তানভির- ৪৩ রান, ৪১ বলে ও ৩ ওভারে, ৯ রান দিয়ে। ক্রেষ্ট প্রদান করেন: গাইবান্ধা পৌর সভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক স্বপন। খেলা পরিচালনাকারী আম্পায়ার বাবু, মাসুম ও প্রবাল
আগামীকাল ১ম খেলা ইয়ুথ ক্লাব অব কলেজপাড় বনাম ব্রীজরোড স্পোটিং ক্লাব ও ২য় খেলা মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা বনাম জোব্বার স্মৃতি সংসদের মধ্যে অনুষ্ঠিত হবে।