• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-২-২০২৪, সময়ঃ রাত ০৭:২২

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর পরিদর্শন করলেন SDRS 



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর গাইবান্ধা জেলার স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা (SDRS) কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

গাইবান্ধায় স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা (SDRS)  এর প্রধান কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে পরিদর্শন করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন। স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা (SDRS)-এর সহকারি পরিচালক ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী প্রধান গোলাম মোস্তফা। এছাড়াও এসময় সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সংস্থাটির সকল উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি এনজিওগুলো বিশেষভাবে ভূমিকা রাখছে।