- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১১-২০২৩, সময়ঃ সকাল ১১:৩৮
গাইবান্ধা-১ আসনে নৌকার মনোনয়ন চান ১০ জন
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
তারা হলেন- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফুল ইসলাম রঞ্জু, উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান আকন্দ শাকিল, জেলা পরিষদের সদস্য এমদাদুল হক নাদিম এবং মতিউর রহমান সালু।