- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-৫-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৪
গাইবান্ধা সরকারি কলেজে নবীণদের বরণ করলো ছাত্র ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সরকারি কলেজের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ উপলক্ষে আজ (মঙ্গলবার, ২৮ মে) বেলা ১২টায় কলেজের পুরাতন ভবনের ২ নং কক্ষে নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়নের কলেজ সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আজাদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রফিকুল ইসলাম, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন খাদিজা আক্তার সুমি, ইসরাত জাহান এমি ও অনামিকা রানী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের কলেজ সংসদের সদস্য রেজওয়ান মাহমুদ।