• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৯

গাইবান্ধা শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত



ক্রীড়া প্রতিবেদক ►

গাইবান্ধা সোনালী অতীত ক্লাবের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ শুক্রবার বিকেলে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ, আমিনুল, এনামুল, রকিব, কাঞ্চন, জনি, মহসীন, বেলাল, রুহুল আমিন পান্নুর সমন্বয়ে গঠিত ঢাকা সোনলী অতীত ক্লাব এবং গাইবান্ধা জেলার সাবেক কৃতি ফুটবলারদের নিয়ে গঠিত গাইবান্ধা সোনালী অতীত ক্লাবের মাঝে প্রীতি ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শরিফুল ইসলাম রুবেল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুশান্ত কুমার মাহাতো। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকো, পৌরসভার প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ শহীদ, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও কোচ মোঃ নুরুন্নবী সরকার, আব্দুল কুদ্দুস সরকার, নজরুল ইসলাম, আব্দুল হান্নান, আতিক বাবু প্রমুখ। খেলায় গাইবান্ধা সোনালী অতীত ক্লাবকে  ৪-০ গোলে  পারাজিত করে ঢাকা সোনালী অতীত ক্লাব চ্যাম্পিয়ন হয়।