• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-২-২০২৫, সময়ঃ বিকাল ০৫:০৩

গাইবান্ধা লেখক ফোরামের আলোচনা ও সাহিত্যপাঠের আসর



নিজস্ব প্রতিবেদক►

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা লেখক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাহিত্যপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও গাইবান্ধা লেখক ফোরামের সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু। 

এই দিবসের গুরুত্ব, তাৎপর্য ও ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং কবিতা আবৃত্তি করেন লেখক ও সাংবাদিক গোবিন্দ লাল দাস, অধ্যাপক ইবনে সিরাজ, লেখক ও গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, নিয়াজ রহমান লোটন, ফোকলোর গবেষক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ড. মো. শফিউল ইসলাম ভুঁইয়া, রংপুর বিভাগীয় লেখক পরিষদ গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবু, অধ্যাপক নাসরীন সুলতানা রেখা, অ্যাড. কাসেম ইয়াসবীর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহনেওয়াজ খান, ডা. মো. আব্দুর রউফ মিঞা, জিয়াউল হক কামাল, রনজিৎ সরকার, কলেজ শিক্ষক ও লেখক শরীফা ইসলাম রানী, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। 

আলোচকগণ বাংলা ভাষা ব্যবহারের ওপর গুরুত্ব ও তাৎপর্য-সহ বায়ান্ন’র ভাষা আন্দোলনের ইতিহাস,গুরুত্ব ও তাৎপর্য নিয়ে ব্যাপক আলোচনা করেন। বাংলা ভাষার উৎপত্তি ও জনপ্রিয়তা এবং এই ভাষার আন্তর্জাতিক পরিচিতি নিয়ে আলোচকগণ ব্যাপকভাবে ব্যাখ্যা করেন। 

একুশের ও দেশের কবিতা আবৃত্তি করেন সুলতান উদ্দিন আহমেদ, মমতাজ বেগম রেখা, খোন্দকার নিপন, হালিমুজ্জামান বিলু, মোর্শেদা বেগম, কবি পিটু রশিদ, জায়েদা আনোয়ারী মিনু, নিয়াজ আকতার, জাহীদ লিংকন, কে এম নেয়ামুল আহসান পামেল, রফিক উদ্দিন আহমেদ ডিজু, রেজা-উল-হক মিতা, শুভদ্বীপ, বিশ্বজিৎ প্রমূখ।