• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৬

গাইবান্ধা পৌরসভায় বিশ্ব পানি দিবস ২০২৪ উদযাপন



নিজস্ব প্রতিবেদক►

জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯২ সালে ২২ শে মার্চকে ‘বিশ্ব পানি দিবস’ হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতি বছর দিবসটি বিশ্বব্যাপী বিশ্ব পানি দিবস হিসেবে পালিত হয়। 

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘শান্তির জন্য পানি’ যা বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে পানির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে। এ বছরের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালন করা হয়েছে। 

রাইজিং ফর রাইটস প্রজেক্ট এর আওতায় বিশ্ব পানি দিবসের প্রাক্কালে এসকেএস ফাউন্ডেশন ও গাইবান্ধা পৌরসভা যৌথভাবে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ২০২৪ পৌরসভা সম্মেলন কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব পানি দিবস যথাযথ মর্যাদায় উৎযাপন করেছে। 

৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির ১৫ জন শিক্ষার্থী এ বছরের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে ‘শান্তির জন্য পানিঃ বন্যা প্রবণ ও চরাঞ্চলের বাস্তবতা’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন বিপিএএ, নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক, এসকেএস ফাউন্ডেশন এর ডেপুটি ডিরেক্টর-ডেভলপমেন্ট প্রোগ্রামস খন্দকার জাহিদ সরওয়ার, প্রমুখ।