- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৫
গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০টি পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে সভাপতি পদে দুইজন- ফারুক আহম্মেদ প্রিন্স ও আহসানুল করিম লাছু এবং সাধারণ সম্পাদক পদে দুইজন-সিরাজুল ইসলাম বাবু ও জি.এস.এম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা বার অ্যাসোসিয়েশন কার্যালয়ের তৃতীয় তলার হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে ২শ ৮৮ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ’নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. সুশীল কুমার ঘোষ। এছাড়া আরও ৫ জন নির্বাচন কমিশনার ভোট গ্রহণ কাজে সহযোগিতা করছেন। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে প্রধান নির্বাচন কমিশনার জানান।