- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-৯-২০২৩, সময়ঃ রাত ০৭:৩১
গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকার দীর্ঘ কর্মময় জীবন শেষে অবসর গ্রহণ করেছেন। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জেলা প্রাণীসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ি অতিথির বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন গাইবান্ধার ভ্যাটেনারি কর্মকর্তা ডা. মো. ওমর ফারুক, ডা. মো. মাছুদার রহমান সরকারের স্ত্রী ফেরদৌসী বেগমসহ সাত উপজেলার লাইভস্টক অফিসার, ভ্যাটেনারি সার্জন, প্রাণীসম্পদ অফিসার, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জেলা ট্রেনিং অফিসার ডা. মো. রহমতউন নবীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. দুলাম হোসেন।
বক্তারা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকারের পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক, প্রাণিসম্পদ বিভাগের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, নীলফামারীতে ১৯৯২ সালে প্রাণিসম্পদ বিভাগে কর্মজীবন শুরু করেন ডা. মো. মাছুদার রহমান সরকার। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন শেষে সবশেষ নিজ জেলা গাইবান্ধার প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন তিনি।