• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৩

গাইবান্ধা জেলা পরিষদের বাজেট ঘোষণা



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবছরের ১শ’ ৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

এসময় জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মোঃ আবদুর রউফ তালুকদারসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। বাজেটে নিজস্ব আয় হিসেবে ৩৮ কোটি ২১ লাখ টাকা, এডিপি ফান্ড থেকে ৩৬ কোটি ২ লাখ টাকা, বিভিন্ন সুত্র থেকে ১৬ কোটি ৬০ লাখ টাকা এবং সরকারি অনুদানসহ অন্যান্য খাত থেকে ১২ কোটি ২২ লাখ টাকা আয় দেখানো হয়েছে।

অপরদিকে ব্যয় হিসেবে বিভিন্ন প্রকল্প, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, কর্মকর্তা-কর্মচারিদের বেতন এবং অন্যান্য খাত দেখানো হয়েছে।