- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১২-২০২৩, সময়ঃ দুপুর ০১:০৬
গাইবান্ধা জেলা জাতীয় পার্টির নতুন কমিটির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক►
সম্মেলনের দু’মাস পর গাইবান্ধা জেলা জাতীয় পার্টির (জাপা) প্রস্তাবিত নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে জাপার দপ্তর সম্পাদক (২) এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে দলের কেন্দ্রীয় সদস্য মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধা জেলা শাখার প্রস্তাবিত কমিটি অনুমোদন করেছেন।
তাদেরকে আগামী এক মাসের মধ্যে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে, দীর্ঘ ১১ বছর পর গেল ১৯ অক্টোবর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।